চাঁদপুরে যুব ইউনিয়নের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তি :
করোনাকালে লকডাউন মেনে চলায় কর্মহীন হয়ে পড়া যুবকদের ঈদের আগে নগদ অর্থ সহায়তা ও আসন্ন বাজেটে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ৫% বরাদ্দসহ ৫ দফা দাবিতে ১৭ মে রোববার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেন বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটি। এ সময় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল­াহ আল মাহমুদ জামান। স্মারকলিপি প্রদানের পূর্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দূরবন্ধন কর্মসূচী অনুষ্ঠানে বক্তব্যকালে বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, করোনা সারাবিশ্বকে পরাস্ত করে দিয়েছে। উন্নত রাষ্ট্রগুলোও মোটেও সামাল দিতে পারছেনা। বাংলাদেশের মত উন্নয়নশীল রাষ্ট্র এ মহামারির মুখোমুখি। করোনা মোকাবেলা করতে গিয়ে দেশে আজ লকডাউন চলছে। এতে করে কোটি মানুষ বেকার হয়ে পড়ছে। লকডাউনের প্রথম অবস্থায় যদি সরকার শ্রমজীবী গরীব মানুষকে পর্যাপ্ত খাদ্যসামগ্রীর ব্যবস্থা করতো তাহলে শ্রমজীবীর একটি অংশ অর্থ উপার্জনের জন্য মাঠে নামতো না। মানুষ তার পরিবারের স্ত্রী, বৃদ্ধ বাবা মা এবং ছোট ছোট সন্তানদের খাবার জোগার করতে লুকোচুরি করে কিংবা প্রকাশ্যে কর্ম করছে। এতে করে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। গার্মেন্টস মালিকদের খুশি করতে গার্মেন্ট খুলে দিয়েছে। ফলে করোনা আক্রান্ত সবিস্তারে বেড়েই চলছে। করোনা পরিস্থিতিতে প্রায় দুই কোটি যুবক বেকার। এদের সংসার চলছেনা। তাই আপদকালীন সময়ে কোনমতে খেয়ে বাঁচতে ঈদের পূর্বেই নগদ অর্থ সহায়তার ব্যবস্থা সরকারকে করতে হবে। সহজ শর্তে অর্থ্যাৎ বিনাসুদে ঋণের ব্যবস্থা করতে হবে। যুবকদের কর্মসংস্থানের জন্য আসন্ন বাজেটে ৫% বরাদ্দের দাবি জানাচ্ছে বাংলাদেশ যুব ইউনিয়ন। তিনি আরও বলেন, বিদেশ ফেরত শ্রমজীবীদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা কিংবা নিজ দেশে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি লকডাউন কার্যকর করতে স্বাস্থ্যসেবাবৃদ্ধি, খাদ্যসামগ্রী ব্যবস্থাসহ প্রয়োজনীয় পদক্ষেপ আরও জোরদার করতে সরকারের প্রতি দাবি জানান।পাশাপাশি জনগণকে লকডাউনসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন যুব ইউনিয়নের চাঁদপুর জেলা সহ সভাপতি রনজিত সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসাইন ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক কমল দাস, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা অমিত কর।

শেয়ার করুন

Leave a Reply