চাঁদপুরে ৩২ জন করোনা আক্রান্ত, ২ জনের মৃত্যু

ইব্রাহীম রনি :
চাঁদপুরে আরও ৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় মৃত ১ জন ও শাহরাস্তিতে মৃত ১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। ২৪ জুন বুধবার জেলায় ৬৯ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৩২ জন পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬৫২ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৯ জন। এছাড়া ২৩ জুন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭৩ জন। সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১৩ জন, হাইমচর উপজেলায় ২ জন, শাহরাস্তি উপজেলায় ১৭ জন।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৬৭, হাইমচর উপজেলায় ৩৬, মতলব উত্তর উপজেলায় ৩৩, মতলব দক্ষিণ উপজেলায় ৭৪ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৬৩ জন, হাজীগঞ্জ উপজেলায় ৬৬ জন, কচুয়া উপজেলায় ২৯ জন, শাহরাস্তি উপজেলায় ৮৪ জন।
জেলায় এ পর্যন্ত মৃত ৪৬ জনের মধ্যে রয়েছেন চাঁদপুর সদর উপজেলায় ১৩, ফরিদগঞ্জ উপজেলায় ৬ জন, হাজীগঞ্জ উপজেলায় ১৪ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়া উপজেলায় ৫ জন, মতলব উত্তর উপজেলায় ৫ জন এবং মতবল দক্ষিণ উপজেলায় ২ জন।

শেয়ার করুন

Leave a Reply