ফরিদগঞ্জের মারা যাওয়া বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন, চাঁদপুরে ৩৬ জনের রিপোর্ট নেগেটিভ

নিজস্ব প্রতিবদেক :
চাঁদপুরের ফরিদগঞ্জে মারা যাওয়া ৭০ বছর বয়সী বৃদ্ধ আবুল বাসার ওরফে বাসু মিজি করোনা আক্রান্ত ছিলেন। গত ২৭ এপ্রিল তিনি পূর্ব ধানুয়া এলাকার নিজ বাড়িতে মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার তার রিপোর্ট পজেটিভ আসে।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানিয়েছেন, ৩ মে রোববার ৩৭টি রিপোর্ট আসে। এর মধ্যে মারা যাওয়া একজনের রিপোর্ট পজেটিভ আসে। আর বাকী ৩৬ জনের রিপোর্ট নেগেটিভ আসে।
এর ফলে চাঁদপুরে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জনে।

সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৯ জন। এর মধ্যে মৃত ৩ জন, সুস্থ হয়েছেন ৯ জন, আর ৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২ জন, কুর্মিটোলা হাসপাতালে ১ জন, আর নিজ নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন ৪ জন।

শেয়ার করুন

Leave a Reply