মতলব দক্ষিণে সেনাপ্রধানের খাদ্য সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এমএ আজিজ এর পক্ষে মতলব দক্ষিণে খাদ্য সামগ্রী প্রদান করেছেন মেজর খাইরুল। ৩ মে মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে প্রায় ৩ শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে চাল,ডালসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারন সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চন্দন সাহা, বাদল নন্দী, গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রী বিতরনের পূর্বে মেজর খাইরুল বলেন, আতঙ্ক নয়, জনসচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায়। আপনারা ঘরে থাকবেন। জরুরী প্রয়োজন ব্যতিত কেউ ঘর থেকে বের হবেন না। অপরদিকে গত ২ মে মতলব উত্তর উপজেলায়ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply