ভূমি জটিলতা শূন্যের কোটায় নামিয়ে এনে জনগণকে সেবা দিতে কাজ করছে সরকার

চাঁদপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

নিজস্ব প্রতিবেদক :
ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। গতকাল রোববার সাড়ে ১০টায় এ সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় সভার সভাপতি হিসেবে এ সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভূমি জটিলতা শূন্যের কোটায় নামিয়ে এনে সরকার জনগণকে সেবা দিতে কাজ করছে। আমাদের কাজটাই হলো জনগনকে সেবা দেয়া এবং তা দিতে হবে। তিনি বলেন, ঘরে বসেই মানুষ ভূমি সংক্রান্ত যে কোন সেবা এখন নিতে পারেন। সেই প্রক্রিয়া এখন একরকম সবার হাতের মুঠোয়। জেলা প্রশাসক বলেন, ভূমি সেবা নিতে থার্ড পার্টি কেউ খোঁজবেন না এবং যাবেনও না। গেলেই বুঝতে হবে আপনি জটিলতায় পড়ে গেলেন। তিনি বলেন, সারাদেশে অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রি কার্যক্রম চলছে। তাই সকল ভূমি মালিকগণকে তাদের তথ্যাদি নিজ নিজ পৌর, ইউনিয়ন ভূমি অফিসে জমা দেয়ার অনুরোধ করছি। এ তথ্যের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে দিতে হবে আপনার মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের এক কপি ছবি, নামজারি খতিয়ানের ফটোকপি/সর্বশেষ খতিয়ানের কপি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপিসহ ৫টি জিনিস আপনার লাগবে।
এ বিষয়ে আপনি ইউনিয়ন ভূমি অফিস, এসিল্যান্ড অফিস এমনকি জেলা প্রশাসকের দপ্তরে যোগাযোগ করতে পারেন। আপনাকে কেউ হয়রানি করতে পারবে না। যদি হয়রানি হয়েছেন তাহলে সাথে সাথে আমাকে জানাতে পারেন। জেলা প্রশাসক বলেন, প্রতি বুধবার আমি গণশুনানিতে বসি। সেখানেও আপনার আমার সাথে দেখা করে নানা সমস্যার কথা তুলে ধরতে পারেন। তিনি বলেন, আমাদের এই সমাজে বেশির ভাগ সমস্যা, সংঘাত, মামলা এই ভূমিকে নিয়েই। মামলা হচ্ছে অনেক। আমরা এসব একদমই কমিয়ে আনতে চাই। তিনি বলেন, ভূমি বিষয়ে ই- সেবা কার্যক্রম চালু হওয়াতে হয়রানি কমছে। অর্থাৎ সাধারণ মানুষ বর্তমান সরকারের ডিজিটালাইজেশন সেবা পেতে শুরু করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস) দাউদ হোসেন চৌধুরীর পরিচালনায় এ সভায় আরো সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভা মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ফারুক আহম্মদ, প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, গোরফান হোসেন, ইউনিয়ন পরিষদ সচিব আবু বকর মানিক প্রমূখ। প্রায় একঘন্টার এই জুম মিটিংয়ে সরকারি কর্মকর্তা, কর্মচারি, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনীতিক এবং গণমাধ্যমকর্মীসহ প্রায় ৬০ জন অংশ নেন।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এর আগে সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি অস্থায়ী ডেস্ক স্থাপন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply