মতলব দক্ষিণে একমি ফার্মাসিটিক্যালের এসপিআরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত একমি ফার্মাসিটিক্যালের এসপিআর আব্দুর রহমান (৪০) গলায় ফাঁস দিয়ে ভাড়া বাসায় আত্মহত্যা করেছে। তাঁর নিজ বাড়ী ময়মনসিংহ সদরে।
জানা যায়, উপজেলার কলাদী ঘোষপাড়াস্থ ফররুখ আহম্মেদ মিনার চৌধুরীর ভবনের নিজ তলায় আব্দুর রহমান ভাড়া থাকতো। ১৭ জুলাই শনিবার সকালে তাঁর সহকর্মীরা আব্দুর রহমানের খোঁজ নিতে গেলে দরজা বন্ধ এবং জানালা দিয়ে তাকে সিলিং ফ্যানের সাথে দড়ি পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বাসায় টেলিভিশন চালু ছিল। পরে ভবন মালিককে জানানো হয়। তাঁর সহকর্মীরা মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন এবং বিষয়টি সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতকে অবহিত করেন। সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ঘটনাস্থলে এসে সঙ্গীয় ফোর্স নিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে কি কারনে আব্দুর রহমান মৃত্যুবরন করেছেন তা জানা যায়নি। তাঁর সহকর্মীরা এক্মি ফার্মাসিটিক্যাল ও তার পরিবারকে বিষয়টি অবহিত করেছেন।
ভবনের মালিক জানান, দীর্ঘ কয়েক মাস যাবৎ আব্দুর রহমান আমাদের ভবনে ভাড়া রয়েছে। তাঁর বন্ধু বান্ধবরা প্রায় সময় এ বাসায় আসতো। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা জানিনা। সহকর্মীরা জানান, দীর্ঘ প্রায় ১২ বছর যাবৎ আব্দুর রহমান এক্মি ফার্মাসিটিক্যালে কর্মরত রয়েছে। এ বাসায় একাই সে ভাড়া থাকতো। সকালে তাকে না দেখে বাসায় গিয়ে দেখতে পাই সিলিং ফ্যানের সাথে দড়ি পেচিয়ে আত্মহত্যা করেছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য জানা যায়নি। ময়নাতদন্তের পর জানা যাবে। মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেটু কুমার বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply