মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চাঁদপুরে জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচি

দেবাশীষ মজুমদার :
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ দিবসটি বাঙালির এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের একটি স্বর্ণোজ্জ্বল দিন। জাতির ইতিহাসে উলে¬খযোগ্য এ দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী হওয়ায় করোনা পরিস্থিতির মাঝেও স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা ও জাতীয় দিবসকে ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে : ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ অঙ্গীকার পাদদেশ সংলগ্ন রেললাইনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ। একই সময় সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবনসমূহে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় জেলা প্রশাসক কর্তৃক চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, রোভার স্কাউটস, গার্লস গাইড ও কমিউনিটি পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য শিশু-কিশোর সংগঠনের সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু-কিশোর সংগঠনসমূহের ডিসপে¬ প্রদর্শন। বেলা ১১টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান। বেলা ১১টায় জেলা তথ্য অফিসার ও সংশি¬ষ্ট সিনেমা হল কর্তৃপক্ষের উদ্যোগে জেলার সিনেমা হলে ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। দুপুর ১২টায় স্বাধীনতা দিবস কাবাডি টুর্নামেন্ট ও টেবিল টেনিস-২০২১ খেলার আয়োজন। বাদ যোহর স্ব স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু সদন এবং মূক ও বধির স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন। বিকেল ৩টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজ মাঠে মহিলাদের আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ বনাম চাঁদপুর পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমীতে ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা। সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন ও স্ব স্ব ধর্মীয় উপাসনালয়ের ব্যবস্থাপনায় সুবিধাজনক সময়ে জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার শান্তি কামনা করে মসজিদ, মন্দির এবং গীর্জায় বিশেষ প্রার্থনা।

শেয়ার করুন

Leave a Reply