মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চাঁদপুর প্রেসক্লাবের কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চাঁদপুর প্রেসক্লাব। কর্মসূচির মধ্যে রয়েছে- আজ ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে চাঁদপুর প্রেসক্লাব ভবনে জাতীয় পতাকা উত্তোলন, একই সময়ে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠানে যোগদান, সকাল ১১টায় সার্কিট হাউসে জেলা সদরের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান, সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমীতে ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার’ শীর্ষক আলোচনা সভায় যোগদান, সন্ধ্যা সাড়ে ৭টায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানসহ জেলা প্রশাসন আয়োজিত অন্যান্য কর্মসূচিতে যোগদান। স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচিতে প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।

শেয়ার করুন

Leave a Reply