শাহমাহমুদপুরে যুবলীগের মিলাদ-দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি

মিজান পাটওয়ারী :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের মিলাদ-দোয়া ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে ইউনিয়নের জাফরবাড়ি এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, চাঁদপুর-৩ আসনের মাটি ও মানুষের নেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি’র পক্ষ থেকে ও শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে মিলাদ ও দোয়া শেষে প্রায় ২ শতাধিক বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ ফারুক হোসেন বেপারী ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমানের নেতৃত্বে মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষারের নেতৃত্বে ইউনিয়নের পূর্ব লোধের গাঁও বায়তুল হাম্দ জামে মসজিদে, যুগ্ম আহবায়ক আবুল বাশার রনির নেতৃত্বে জাফরবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও যুগ্ম আহবায়ক রুবেল ক্বারীর নেতৃত্বে শাহতলী একটি জামে মসজিদে জুমার নামাজ শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে চাঁদপুর জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও জেলা যুবলীগের সদস্য আব্দুল হান্নান সবুজ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ ফারুক হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, আবুল বাসার রনি, ইউনিয়ন যুবলীগ নেতা সায়মন ইসলাম ফরহাদসহ বিভিন্ন ওয়ার্ডের যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply