সুপ্রিম কোর্টে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন নারী আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক :
করোনা মোকাবিলায় সাধারণ আইনজীবীদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের নারী সদস্যরা। গতকাল বুধবার (৯ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে কোর্টের নারী আইনজীবীরা এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জেসমিন সুলতানা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসি রুপাসহ আওয়ামী সমর্থক নারী আইনজীবী ও অ্যাটর্নি কার্যালয়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন। এসময় তারা কোর্টের আইনজীবীদের মাঝে এসব সুরক্ষা উপকরণ বিতরণ করেন।
উদ্যোক্তা আইনজীবীদের পক্ষে বলা হয়েছে, করোনা মোকাবিলা কমিটি-২ সুপ্রিম কোর্টের নারী আইনজীবীদের সৌজন্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এসময় তারা করোনাকালে এই ভিন্নরকম পরিস্থিতিতে সবাইকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারেও প্রচারণা চালান।
আরো জানানো হয়, করোনাকালে গত বছর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ অনেক সিনিয়র আইনজীবী মারা গেছেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন উদ্যোক্তারা।

শেয়ার করুন

Leave a Reply