হাজীগঞ্জে দু’ দিনে করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু

শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শনি ও রবিবার দুইদিনে করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে।
হাজীগঞ্জ উপজেলায় করোনা লক্ষণ ও উপসর্গে মোট ৪৩ জন মৃত্যুবরণ করলো।
শনিবারে মারা যান তিনজন। তারা হলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খাটরা গাজী বাড়ির হাজী আবদুল লতিফ মিয়া (৮০), একই বাড়ির চাচাতো ভাই গাজী ইসমাইল হোসেন (৬৫), টোরাগড়ের এরশাদ হোসেন এশু (৭০)।
রবিবার তিনজন মারা যান। তারা হলেন, পৌরসভার ২নং ওয়ার্ড বলাখালের নুরুল আমিনের মৃত্যুর তিনদিন পর বাবা সিদ্দিকুর রহমান মারা যান। এছাড়াও হাজীগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ড ধেররা চৌধুরী বাড়ির মাওলানা শাহ আলম চৌধুরী শনিবার রাত ৩ টায় জর সর্দিতে মারা যান, ৬নং বড়কুল ইউনিয়নের দোয়াগন্ডা গ্রামের মাইজের বাড়ীর মিজানুর রহমান রাত ২টা ১০ মিনিটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
জানা গেছে, তারা মৃতদের জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট সহ নানান রোগে আক্রান্ত হয়ে মারা যায়।
এদের প্রত্যেকের করোনার লক্ষণ ও উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলায় করোনা বা করোনা উপসর্গে দাফনকারী দলের সদস্য শরীফুল হাছান বলেন, শনি ও রোববার ৬ জনের মৃত্যুর খবর এসেছে। তাদেরকে স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply