হাজীগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত

মুন্সী মোহাম্মদ মনির :
চাঁদপুরের হাজীগঞ্জে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ সোয়াইব চিশতি তা নিশ্চিত করেছেন। এছাড়াও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া তার নিজস্ব ফেসবুক থেকে হাজীগঞ্জ করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যাওয়ার বিষয়ে একটি পোস্ট দিয়েছেন।
আক্রান্ত রোগী পুরুষ তার বয়স ৩৫ বছর। পেশায় ব্যাংক কর্মকর্তা। বর্তমানে তিনি তার নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
গত ২৭ এপ্রিল ওই রোগীর শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা নেয়। আজ ২৯ মে ফলাফল পজিটিভ আসে।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ জানিয়েছেন, আজ ৩৯ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আর একজনের রিপোর্ট পজেটিভ। অর্থাৎ তিনি করেনায় আক্রান্ত। তার বাড়ি হাজীগঞ্জ উপজেলায়। তিনি ১৫ দিন আগে ঢাকা থেকে এসেছেন।
সিভিল সার্জন জানান, ২৯ এপ্রিল পর্যন্ত চাঁদপুর জেলা থেকে ৩০৪টি নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ২৯২টি রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে জেলায় করোনায় আক্রান্ত পাওয়া গেছে ১৫ জন। আক্রান্তদের মধ্যে দুইজন মারা গেছেন।

শেয়ার করুন

Leave a Reply