৬১ জেলা পরিষদের মেয়াদোত্তীর্ণ পরিষদ বিলুপ্ত, দায়িত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা

ইব্রাহীম রনি :
দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয়ে গঠিত পরিষদের মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সাথে জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তাকে।
১৭ এপ্রিল রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তানভির আজম সিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ হতে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদসমূহ বিলুপ্ত হয়েছে। এ অবস্থায় সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের পূর্ব পর্যন্ত প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা/ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাগণকে দায়িত্ব অর্পণ করা হলো।
উল্লেখ্য,
প্রত্যেক জেলায় একজন চেয়ারম্যান, ১৫ সদস্য ও ৫ নারী সদস্য অর্থাৎ মোট ২১ সদস্যের পরিষদ রয়েছেন। তবে সম্প্রতি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে ‘জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২’ পাস করে জাতীয় সংসদ। প্রস্তাবিত আইনে জেলা পরিষদে বিদ্যমান ১৫ জন সাধারণ সদস্যদের স্থলে উপজেলার সমানসংখ্যক সদস্য থাকার বিধান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply