অসহায়দের জন্য শিশু পল্লী প্লাসে প্রবাসী চিত্রশিল্পী দিনা জামানের ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা থেকে

চাঁদপুরের মেয়ে,আমেরিকা প্রবাসী চিত্রশিল্পী দিনা জামানের উদ্যোগে,গাজীপুর জেলার শেরপুরে অবস্থিত, “শিশু পল্লী প্লাস” এ তে , ৯ এপ্রিল রোববার , ইফতারের আয়োজন করা হয়েছিল। এছাড়াও তিনি পল্লীর কোমলমতি শিশুদের ও অসহায়, নির্যাতিত, মহিলাদের পূনর্বাসনের ক্ষেত্রেও সহযোগিতা করে যাচ্ছেন নিরলসভাবে।


সূদুর আমেরিকায় থেকেও শিল্পী দিনা জামান সবসময়ই দেশের মাটি ও মানুষের সাথে আত্মার সম্পর্ক অনুভব করেন সবসময়। চাঁদপুরের গর্বিত সন্তানের এই মহতী উদ্যোগকে সর্বশ্রেণী পেশার মানুষ স্বাগত জানিয়েছেন।

শেয়ার করুন