চাঁদপুরে ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স হেল্প ডেস্কের কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক :
পুলিশ ক্লিয়ারেন্স দ্রুত পেতে চাঁদপুর জেলায় ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স হেল্প ডেস্ক চালু করেছে জেলা পুলিশ। পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন অনলাইনে করতে হয় বলে অনেকেরই যেকোনো কম্পিউটার অপারেটরের/দোকানের সহায়তা নিতে হয়, আর এ দোকানে গিয়ে অনেকেই হয়রানির শিকার হচ্ছে। শুধুমাত্র আবেদন ফরম পূরণ করার জন্য বড় অংকের টাকা দাবী করে তারা। তাই চাঁদপুরবাসীর ভোগান্তি কমাতে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ ক্লিয়ারেন্স হেল্প ডেস্ক সার্ভিস চালু করা হয়েছে। এখান থেকে বিনামূল্যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন ফরম পূরণ করতে পারবেন এবং নির্দিষ্ট সময় পর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারি দেওয়া হবে এই ডেস্ক থেকে।
২৪ ঘন্টা বিরতিহীন সেবা প্রদানের জন্য “ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স হেল্প ডেস্কের জন্য ১ টি হটলাইন (০১৩২০-১১৫৯৭০) নাম্বার দেওয়া হলো।