মতলব দক্ষিণে ১৭ কুরবানী পশুর হাট

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬টি ইউনিয়নে ১৭টি কুরবানী পশুর হাট। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরু বিক্রেতারা দেশী গরু বাজারে নেওয়ার জন্য প্রস্তুত। উপজেলার গরুর বাজার বসছে। বাজারগুলোতে দেশীয় গরুর উপস্থিতি বেশী লক্ষ করা গেছে। তবে দাম অনেক বেশী। কেউ কেউ আবার অনলাইনে ও গ্রামে গিয়ে গরু কিনে ফেলেছে। ক্রেতা বিক্রেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও দেখা যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসবে। ৬টি ইউনিয়নে ১৭টি কুরবানীর পশুর হাট রয়েছে। এর মধ্যে ৮টি বাজার ইজারা ও ৯টি বাজার খাস কালেকশানের মাধ্যমে দেওয়া হয়। প্রত্যেকটি বাজারেই ১টি প্রবেশপথ ও ১টি বাহির হওয়ার পথ বাধ্যতামূলক করা হয়েছে। ভ্রাম্যমান আদালত প্রত্যেকটি বাজার দেখাশুনা করবেন। কোন অবস্থাতেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা যাবেনা। বাজারগুলোর প্রবেশ ও বাহির পথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। ক্রেতা বিক্রেতাদের শতভাগ মাস্ক ব্যবহার করতে হবে। এদিকে, উপজেলার নারায়নপুর গরুর হাট, নায়েরগাঁও গরুর হাট, পিতাম্বরদী গরুর হাট ও শাহপুর গরুর হাটসহ ১৭টি গরুর বাজার রয়েছে। প্রত্যেকটি বাজারেই আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply