রাজনৈতিক সামাজিক ধর্মীয় গণজমায়েত করবেন না : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :

করোনার এই পরিস্থিতিতে কোন ধরনের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় গণজমায়েত না করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। গতকাল এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন, প্রিয় চাঁদপুরবাসী, আসসালামুআলাইকুম। আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন, আমরা করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছি। বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলো আছে সে জেলাগুলো কিন্তু আগেই লকডাউন করা হয়েছে। কারণ, সেখানে করোনার পরিস্থিতি ভালো না। একই সাথে ঢাকার চারপাশে যে ৭টি জেলা আছে সেগুলোও লকডাউন করা হয়েছে। আমাদের চাঁদপুরের পরিস্থিতি যদি পর্যালোচনা করি আমরা কিন্তু চাঁদপুরের পরিস্থিতিও ভালো বলতে পারছি না। কারণ, ইনফেকশন রেট প্রায় ২০ ভাগের উপরে। এ পরিস্থিতি যদি চলমান থাকে তাহলে কিন্তু আমাদের চাঁদপুরকেও লকডাউনের মধ্যে নিয়ে আসতে হবে। এ কারণে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা লকডাউনের মতো পরিস্থিতিতে যেতে চাই না। লকডাউনের মতো পরিস্থিতি হলে সবার জন্যই কষ্টকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়। আপনারা যে কোন গণজমায়েত এড়িয়ে চলবেন। আপনারা জানেন, ক্যাবিনেটের নির্দেশনা আছে- যে কোন সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক গণজমায়েত করা যাবে না। এ জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, কোন ধরনের কোন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় গণজমায়েত করবেন না। আপনাদের খুব প্রয়োজন না হলে ঘরে অবস্থান করুন। মাস্ক পরিধান করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমরা সবাই ভালো থাকি। চাঁদপুরবাসী ভালো থাকুক- এটিই আমার কামনা।

শেয়ার করুন

Leave a Reply