শান্তিপূর্ণ পরিবেশে চাঁদপুর পৌর নির্বাচন সম্পন্ন

আশিক বিন রহিম :
কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবশেষে বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুর পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বহুল প্রত্যাশিত এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার দেখা গেছে। প্রতিটি ভোটকেন্দ্রের সামনে র্যাবব, বিজেপি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকায় তেমন কোন বড় সংঘর্ষের ঘটনা ঘটেনি।
১০ অক্টোবর শনিবার চাঁদপুর পৌরসভা শান্তিপূর্ণ পরিবেশে ১৫ টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতি হীন ভাবে চলে ভোট গ্রহণ। তবে কোথাও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি ভোটার ও উপস্থিতিদের মাঝে।
সকাল থেকে ওসমানিয়া সিনিয়র ফাযিল মাদ্যাসা, মধসুদন স্কুল, পুরাণবাজার গালস উচ্চ বিদ্যালয়, নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, গণি মডেল উচ্চ বিদ্যালয়, হাসান আলী উচ্চ বিদ্যালয়, বাবুরহাট সরকারি শিশু পরিবার, বাবুরহাট স্কুল ও কলেজ, শহরের শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়, টেকনিক্যাল হাই স্কুল. ডিএন উচ্চ বিদ্যালয়, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
ভোট কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক ও নির্বিঘ্নে ভোটের পরিবেশ রাখতে চাঁদপুর পৌরসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার টিমের নেতৃত্ব থাকা জেলা প্রশাসনের ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি কেন্দ্রে টহল দিতে দেখা গেছে।
উল্লেখ্য : নির্বাচনে ৩ জন মেয়র, ৫০জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
চাঁদপুর পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১লাখ ১৬ হাজার ৪শ’ ৮৭জন। ভোটার সংখ্যা পুরুষ ৫৮হাজার ১শ’ ৪৪জন। মহিলা ভোটার ৫৮ হাজার ৩৪৩জন।

শেয়ার করুন

Leave a Reply