মতলব উত্তরে গাছের চারা বিতরণে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

কামরুজ্জামান হারুন :
মতলব উত্তরের সাদুল্যাপুর কেন্দ্রীয় খানকা শরীফ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ,রোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা, আওলাদে রাসুল ( দ )শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল- মাইজভান্ডারী।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী বলেছেন,গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বৈশ্বিক মহামারীতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে তিনি প্রত্যেক আশেকান কে ২ টি করে গাছ লাগানোর নির্দেশ দেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের প্রচুর অক্সিজেনের প্রয়োজন।সবুজ বনায়নই পারে আমাদের অক্সিজেনের চাহিদা পূরণ করতে।
২১ জুলাই বিকেলে মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, সিনিয়র খাদেম আলহাজ্ব মোঃ মহসীন মোহন, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সিনিয়র খাদেম শরিফুর রহমান, খলিফা শাহ মোঃ আবদুর রশিদ মিয়াজী, খলিফা শাহ মোঃ আলমগীর হোসেন প্রধান, খলিফা শাহ মোঃ আবদুল আউয়াল, খলিফা শাহ্ মোঃ সিদ্দিকুর রহমান, খলিফা শাহ মোঃ সাহাব উদ্দিন প্রধান, মতলব উত্তর আন্জূমান কমিটির আহ্বায়ক লিয়াকত হোসেন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুন্সী বাচ্চু, জাহিদ জমাদার,মইনীয়া যুব ফোরাম মতলব উত্তরের সাবেক আহবায়ক আরিফুল হক খোকা, মইনীয়া যুব ফোরামের মনসুর আহমদ,ইফতেখার জামান নাহিদ, ইসতিয়াক জামান নাফিজ , কামরুজ্জামান রাজীব,হ্নদয় প্রধান,মহিন দেওয়ান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply