চাঁদপুরে আরও অর্ধশতাধিক ব্যক্তি করোনা আক্রান্ত

ইব্রাহীম রনি :
চাঁদপুর জেলায় আরও ৫১ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। ২২ জুলাই বুধবার জেলায় ৯৭ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৫১ জন পজেটিভ আর নেগেটিভ রিপোর্ট আসে ৪৬ জনের। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭০ জন।
এছাড়া এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর সুস্থ্য হয়েছেন ৮৫৮ জন। আর মারা গেছেন ৭১ জন।
চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, বুধবার জেলায় দু’ ধাপে রিপোর্ট আসা ৯৭ জনের মধ্যে ৫১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন, হাইমচরে ২ জন, মতলব উত্তর উপজেলায় ২০ জন, মতলব দক্ষিণ উপজেলায় ২ জন, ফরিদগঞ্জে ২ জন, হাজীগঞ্জে ২ জন এবং শাহরাস্তিতে ৪ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ৫৯৩, হাইমচরে ১১৬, মতলব উত্তরে ১৩০, মতলব দক্ষিণে ১৭১, ফরিদগঞ্জে ১৭৭, হাজীগঞ্জে ১৫৩, কচুয়া ৬৯ ও শাহরাস্তি ১৬১ জন।
এর মধ্যে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৭১ জন। মৃতদের মধ্যে চাঁদপুর সদরে ২০, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৭, শাহরাস্তি ৬, কচুয়া উপজেলায় ৬, মতলব উত্তরে ৯ জন, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।

শেয়ার করুন

Leave a Reply