আমাদের খেয়াল রাখতে হবে কোনো শিক্ষার্থী যেন আর্থিক সংকটের কারণে ঝরে না পড়ে : শিক্ষামন্ত্রী

বাগাদীতে ৭০ জন হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
: নিজস্ব প্রতিবেদক :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২২ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১ টায় বাগাদী ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভিডিও কনফারেন্সে) বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. দীপু মনি এমপি।
এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকারি-বেসরকারি, ব্যক্তিগত সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে কোনো শিক্ষার্থী যেন আর্থিক সংকটের কারণে জ্বরে না পড়ে। আপনারা জানেন শিক্ষা খাতে যে সকল সমস্যা রয়েছে তা সমাধানের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য সরকারের পাশাপাশি আপনাদেরকেও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, আমাদের বহু শিক্ষার্থী রয়েছে যারা আর্থিক সংকটের কারণে বিদ্যালয়ের ড্রেসটা পর্যন্ত কিনতে পারে না। কাজেই আজকের এই উদ্যোগটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। আগামীতে আপনারা খবর রাখবেন কোথায় কোথায় শিক্ষার্থীরা এ ধরনের আর্থিক সমস্যায় রয়েছে।
প্রধান অতিথির বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তাসহ বাগাদী চৌরাস্তার এজেন্ট ব্যাংকিং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশারফ হোসেন স্বপন ও পরিচালক শাহদাত হোসেন বাবুর পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।
চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী বিল্লালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
ইউপি সচিব মহিবুবুল আহসানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজি, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মিয়াজী, নানুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম আকিব প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোঃ ফারুক আহমেদ কাঁকন গাজী, সদর উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ তাজুল ইসলাম মিয়াজী, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দামসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply