ড. মো. সবুর খান এইউএপি’র ১ম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান এসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ অফ এশিয়া এন্ড দি প্যাসিফিক (AUAP) -এর প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের লাইসিয়াম অব দি ফিলিপিনস ইউনিভার্সিটি, বাতাংগাসে অনুষ্ঠিত এইউএপি’র ১৪তম সাধারণ সম্মেলনে ১ম ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। একই সম্মেলনে ড. পিটার পি লরিয়েল,প্রেসিডেন্ট, লাইসিয়াম অব দি ফিলিপিনস ইউনিভার্সিটি এইউএপি’র প্রেসিডেন্ট নির্বাচিত হোন এবং শপথ গ্রহণ করেন। ভারতের জাগরণ লেকসিটি উইনিভার্সিটির চ্যান্সেলর ড. হরিমোহন গুপ্ত দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হোন। উল্লেখ্য, এইউএপি’র গঠনতন্ত্র অনুযায়ী ড. মো. সবুর খান দু’বছর পর ২০২৩-২০২৪ মেয়াদে সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং ১৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০২৪ সাল পর্যন্ত এইউএপিকে নেতৃত্ব দিবেন।
১ম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ড. মো. সবুর খান বলেন, এইউএপি হবে পৃথিবীর সবচেয়ে সেরা সংগঠন। এই সংগঠন শুধু এশিয়া অঞ্চলের শিক্ষা উন্নয়নে নয়, বরং সারা পৃথিবীর শিক্ষার উন্নয়নেই অবদান রাখবে। ড. মো. সবুর খান আরও বলেন, কোভিড-১৯ মহামারির কারণে আমরা নিউ নরমাল জীবনে প্রবেশ করতে বাধ্য হয়েছি। এখন গবেষণা, শিক্ষা ব্যবস্থা, শিক্ষাদান পদ্ধতি ইত্যাদি সবকিছুতেই পরিবর্তন এসেছে। এই পরিবর্তন মেনে নিয়েই আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। শিক্ষা বিনিময়ের ক্ষেত্রে ‘ভার্চুয়াল একচেঞ্চ’ এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন ড. মো. সবুর খান।
এইউএপির ১৪তম সম্মেলনে আরও বক্তব্য রাখেন এইউএপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ড. উয়িচিট ¯্রসিা, এইউএপির বিদায়ী প্রেসিডেন্ট ও তেহরান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নিলি আহমাদাবাদি, মাপুয়া ইউনিভার্সিটি মিনদানাও-এর প্রেসিডেন্ট ও সিইও ড. রেনালদো বি ভেরা, ফিলিপাইনের কমিশন অন হায়ার এডুকেশনের চেয়ারম্যান ড. জে. প্রসপেরো ডি ভেরা, সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. শন চেন, এশিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও ডিন ড. জেকিয়ং ক্যাং, ইউনেস্কো ব্যাংককের সেকশন ফর এডুকেশনাল ইনোভেশন অ্যান্ড স্কিও ডেভলপমেন্টস-এর প্রধান ড. লিবিং ওয়াং প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply