মাদক ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে রয়েছি

এইচ.এম নিজাম :
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে ৩নং বিট পুলিশ কর্তৃক আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উত্তর দাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।
তিনি তার বক্তব্যে বলেন, কোন প্রকার অপরাধীদেরকে আমরা ছাড় দিব না। মাদক ইভটিজিং ও কিশোর গ্যাং এর ব্যাপারে আমরা জিরো টলারেন্সে রয়েছি। যেখানে এ ধরনের অপরাধ সংঘটিত হবে সাথে সাথে আপনারা পুলিশকে ইনফর্ম করবেন, যত দ্রæত সম্ভব আমরা ব্যবস্থা নেব। ছোট ছোট ছেলেমেয়েদের ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্ধ্যার পরে ঘরের বাহিরে বের হওয়া যাবেনা। বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হয়। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।
কল্যাণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশি-এর সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারীর ব্যবস্থাপনায় ও সাধারণ সম্পাদক এম এম কামালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি সালেহ আহমদ জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ খান, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ দুদু খান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মনির হোসেন, কল্যাণপুর ইউনিয়ন কমিটি পুলিশের সহ-সভাপতি ইলিয়াছ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সদস্য জসিম বেপারী, ৬নং ওয়ার্ড কমিটি পুলিশের সাধারণ সম্পাদক জলিল সরকার, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল কাসেম মিজি প্রমুখ। এছাড়াও বিট পুলিশিং সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply